চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলাস্থ দোহাজারী সিঙ্গার শো-রুম এর সামনে গত বৃহস্পতিবার
ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে চট্টগ্রামমুখী একটি ড্রাম্পার ট্রাকে তল্লাশী চালিয়ে ১০হাজার পিস ইয়াবাসহ
রবিউল ইসলাম(৪২)নামের এক ব্যক্তিকে আটক করেছে।আটককৃত রবিউল ইসলাম সাতক্ষীরাস্থ কামালনগর
এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে। এ সময় পুলিশ ইয়াবাবহনকারী ড্রাম্পার (খুলনা মেট্্েরাÑট-১১-২১২৩)টি
জব্দ করেন পুলিশ। পরে পুলিশ মাদক মামলায় তাকে কোট হাজতে প্রেরণ করেন। চন্দনাইশ থানার ইনচার্জ
নাসির উদ্দিন সরকার সত্যতা নিশ্চিত করেন।