চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৭নং ওয়াডস্থ পাঠানদন্ডী রাস্তার মাথা এলাকা থেকে বৃহস্পতিবার
ভোর রাতে একটি সংঘবদ্ধ চোরের দল ৫টি সিএনজি অটো-রিক্সার ব্যাটারী চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
যার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা বলে ক্ষতিগ্রস্থ অটো-রিক্সার মালিকরা জানিয়েছেন। জানা যায় চোরের দলটি পালাক্রমে
একই এলাকা থেকে ফোরকান ,নুরুদ্দিন,জালাল আহমদ ,আজম খান ও আবদুল করিমের অটো রিক্সার ব্যাটারী চুরি করে নিয়ে
যায়। সম্প্রতি চন্দনাইশ উপজেলার বিভিন্ন স্থানে অটো-রিক্সার ব্যাটারী ও গরু চুরির ঘটনা ঘটছে। এত করে অটো-রিক্সা ও
গরুর মালিকরা দিশাহারা হয়ে পড়েছে। স্থানীয় ইউপি সদস্য জাকের হোসের সত্যতা স্বীকার করে বলেন রাস্তার মাথায় প্রশাসনের
লাগানো সিসি ক্যামরা থাকা স্বর্ত্বে ও কিভাবে চোরের দল নিবিঘেœ চুরি করে পালিয়ে যেতে সক্ষম হচ্ছে তা খতিয়ে দেখা জরুরী
বলে জানিয়েছেন।