দেশের একমাত্র প্রাকৃতিত মৎস্য প্রজনন কেন্দ্র ও জোয়ার ভাটার নদী বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে বৃহস্পতিবার নৌ পুলিশ অভিযান চালিয়ে একটি মৃত ডলফিনসহ ৫ হাজার মিটার জাল উদ্ধার করেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত নৌ পুলিশের টহলদল মদুনাঘাট থেকে নাজিরহাট পর্যন্ত অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। এ সময় দক্ষিণ মাদার্শার মদুনাঘাটস্হ বড়ুয়া পাড়া এলাকায় মাছের জন্য পাঁতানো ঘেরা জালে আটকানো ৫ ফুট দৈর্ঘ্য ও ২০ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নৌ পুলিশের ওসি মিজান রহমান খাঁন। ডলফিন উদ্ধারের সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম। তিনি জানান, মৃত ডলফিনটিকে চবি গবেষণাগারে পাঠানো হয়েছে। হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রানী বিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডঃ মনজুরুল কিবরিয়া বলেন উদ্ধারকৃত ডলফিন।