সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা ১১,অক্টোবর হতে শুরু হবে। গত ২১সেপ্টেম্বর থেকে অপরপক্ষ শুরু হবার পর থেকে প্রতি সনাতন ধর্মাবল্বীদের ঘরে ঘরে চলছে দেবী দুর্গার আগমনী বার্তা।এরপর ১১ অক্টোবর ষষ্ঠী তিথিতে পূজার মূল পার্বন শুরু হয়ে ১৫ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় এ ধর্মীয় উৎসব। তাই আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সারাদেশের মতোই হাটহাজারী উপজেলায় মৃৎশিল্পীরা শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ।তারা দিন-রাত পরিশ্রম করে আপন মনে নিপুণ হাতে তৈরি করেছে মা দেবী দুর্গাকে। একাগ্র চিত্তে মনের মাধুরী মিশিয়ে কাজ করে যাচ্ছেন তারা।
আগামী ৫ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে এবারে দূর্গা পূজা।।
পুরাণ অনুযায়ী দুর্গা শব্দের অর্থ অপ্রতিরোধ্য। এ বছর মহাষষ্ঠীতে এই মহামায়া দশভূজা দেবী দুর্গার আগমন ঘটবে ঘোটকে(ঘোড়ায়) করে এবং পূজার সকল আনুষ্ঠানিকতা শেষে দোলায়(দোলনা) চড়ে কৈলাশে ফিরবেন।
হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় সিটি করপোরেশন এলাকায় ৭ টিসহ মোট ১১০টি ম-পে পূজা অনুষ্ঠিত হবে।
সরেজমিনে দেখা যায়, মৃৎশিল্পীদের নিপুণ হাতে চলছে মৃৎশিল্পীদের শেষ মুহূর্তে প্রতিমা তৈরির কাজ।নিখুঁতভাবে তুলি আছঁড়ে মনের মাধুরি মিশিয়ে ফুটিয়ে তুলেছেন দেবী দুর্গাকে।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মাস্টার অশোক কুমার নাথ বলেন, করোনাভাইরাসের কারণে গতবারের মতো এবারেও স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনের নির্দেশনা রয়েছে। আমাদের কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের দেয়া নির্দেশনা মেনেই পূজা উদযাপন করা হবে। এবছর হাটহাজারী উপজেলায় ১১০টি পূজা মন্ডপে পূজা উদযাপনের আয়োজন চলছে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রাজিব শর্মা জানান, এ বছর হাটহাজারীতে ১১০টি পূজা মন্ডপে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছি। পূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটা মন্দিরেই থানা পুলিশের পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশের স্বেচ্ছাসেবক দল ও মোবাইল টিম মাঠে থাকবে। দেবী বিসর্জন পর্যন্ত সার্বক্ষণিক প্রশাসনিক নজরদারি থাকবে। আশা করছি, কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না।