চট্টগ্রামের হাটহাজারীতে বৃহস্পতিবার জাতীয় কন্যাশিশু দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন। এবারের জাতীয় কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল আমার শিশু কন্যা প্রযুক্তিতে সমৃদ্ধ হবো,ডিজিটাল বাংলাদেশ গড়বো। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউ এন ওর প্রতিনিধি উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ নাবিল ফারাবী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, উপজেলা যুব উন্নয়ন, পরিসখ্যান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যথাক্রমে শাকিলা খাতুন, মহিউদ্দীন ও মাইদুল ইসলাম শাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি ফিরোজা বেগম।