রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অজ্ঞাত (৪০) লাশ নিয়ে বিপাকে পড়েছেন কর্তৃপক্ষ। গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় রামেক হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষনা করার পর তাকে সনাক্তের জন্য সবাগারে রাখা হয়েছে। এর আগে ওইদিন বিকেলে মতিহার থানাধীন মন্ডলের মোড়ে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে অজ্ঞাত ব্যক্তিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। এরপর জরুরী বিভাগের চিকিৎসকগণ তার চিকিৎসা কার্যক্রম শুরু করতেই সে মারা যান। এ ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার থানায় একটি ইউডি মামলা হয়েছে। মামলা নম্বর-১০, ২৬/০৯/২০২১।
এ তথ্য নিশ্চিত করে মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই তৌফিক জানান, নিহতের গায়ের রং শ্যামলা, পরণে সাদা, সবুজ ও নীল রংয়ের লুঙি ও লাল কালো রংয়ের চেক হাফ সার্ট ছিল। তার দাড়ি ও চুল কালো। ময়নাতদন্তের জন্য বর্তমানে তার লাশ রামেক হাসপাতালের সবাগারে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, মৃত এই ব্যক্তি মৃগী রোগে আক্রান্ত থাকায় মারা যাওয়ার সময় মুখে ফেনা লক্ষ্য করা গেছে। তবে ময়না তদন্ত করা হলে নিশ্চিতভাবে মুখে ফেনা ওঠার বিষয়সহ মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।