মহামারি করোনা সংক্রমণ ক্রমান্বয়ে নিম্নমুখী হচ্ছে। গত ২০ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সংক্রমণের হার ৫ শতাংশের নিচে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণের শুরু থেকে গত ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ১৫ লাখ ৪৮ হাজার ৩২০ জনের দেহে সংক্রমণ সনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৫ লাখ ৭ হাজার ৭৮৯ জন সুস্থ হয়েছেন। মৃত্যু বরন করেছেন ২৭ হাজার ৩৩৭ জন। মোট সনাক্তের সংখ্যা বিবেচনায় ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
১৬ কোটি মানুষের দেশে মৃত্যুর সংখ্যাটা খুব ছোট মনে হলেও যারা তাদের আপনজনদের হারিয়েছেন, তাদরে কাছে বিশাল শোকের। সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের অনেক বিশিষ্ট জনও করোনার থাবায় হারিয়ে গেছেন। তাদের অবদান থেকে দেশ ও জাঁতি বঞ্চিত হবে। আর যারা দীর্ঘ লক ডাউনের কারণে কাজ হারিয়ে পারিবারিক ভাবে পঙ্গু হয়ে গেছেন তাদের ক্ষতি তারা কি ভাবে পোষাবেন তা কারোই জানা নেই। করোনা কালে কাজের বাজার পুরোপুরি বন্ধ ছিল, সেটা সরকারি বা বেসরকারি সব পর্যায়েই। সম্প্রতি দু’পর্যায়েই চাকুরীর গন বিজ্ঞপ্তি জারি হচ্ছে। প্রতিযোগিতার এ চাকুরী বাজারে কে কতটা নিজের জায়গা করে নিতে পারবে, তা সবারই অজানা।
তবে আশার কথা হচ্ছে, দেরিতে হলেও শেষ পর্যন্ত করোনা প্রতিশোধক টিকা দেশের মানুষকে দেওয়া সম্ভব হয়েছে। গনটিকা দান কর্মসূীচর আওতায় এবং টিকা নিবন্ধনের মাধ্যমে ব্যাপক হারে টিকা দেয়া হচ্ছে। ১৮ বছরের ওপরের সব মানুষকেই টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে। চিন্তা করা হচ্ছে ১২ বছরের বয়সীদেরও টিকার আওতায় আনা যায় কি না। সরকার টিকা উৎপাদনকারী দেশ ও প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে দ্রুততম সময়ের মধ্যে দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় নিয়ে আসার চেষ্টা করছে।
একথা না বললেও খুব সহজেই অনুমেয় যে করোনার কারণে দেশে অর্থনৈতিক ধস নেমেছে। শুধু বাংলাদেশেই নয়, এ সমস্যা বৈশ্বয়িক। তবে বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রণালয় বলছে, করোনা কালেও নাকি জিডিপি বেড়েছে। কি ভাবে কোন হিসেবে বেড়েছে, তা নিয়ে অর্থনীতিবিদের মধ্যে দ্বিমত আছে। কারণ বাংলাদেশের বর্তমান অর্থনীতির ৫০ শতাংশ আসে সেবা খাত থেকে। বাস্তবতা হচ্ছে করোনা কালে যোগাযোগ ব্যবস্থা, বিমান চলাচল, নৌ পথে লঞ্চ ও স্টিমার, সড়ক পথ সব কাটিয়ে প্রবৃদ্ধি কমে গেছে। বন্ধ ছিল হোটেল, রেস্তোরা ও পর্যটন। এ ছাড়া অন্যান্য সেবা খাতও বন্ধ ছিল। সব মিলিয়ে প্রবৃদ্ধি হয় কিভাবে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দাবি করেছেন ভারতের জিডিপি দারুণ ভাবে বেড়েছে। একথা শুনে রাহুল গান্ধী বলেছেন, জিডিপি বলতে কি বোঝাচ্ছেন? জিডিপি মানে কি গ্যাস, ডিজেল ও পেট্রোলিয়াম? এই তিনটির দাম অবশ্যই বেড়েছে। কিন্তু জিডিপি মানে যদি হয় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তা হলে তা আদৌ বাড়ে নি। সুতরাং জিডিপি বেড়ে যাবার দাবি করলে জিডিপির মর্মার্থ বুঝতে হবে। জিডিপি বৃদ্ধির ফলে যদি দারিদ্র্য দূর না হয় তবে সেই জিডিপি বৃদ্ধি কি জাতীয় উন্নয়নে কোনো অবদান রাখবে? তবে আশার আলো দেখছি করোনা সংক্রমণ কমার ফলে সবকিছু খুলে দেওয়া হয়েছে। কল-কারখানা আগে থেকেই খোলা। যানবাহন চলছে, হাট-বাজার খুলেছে। সরগরম পর্যটন এলাকাগুলো। দেশের অর্থনৈতিক কর্মকা-ে চাঞ্চল্য দেখা দিয়েছে। কর্মচাঞ্চল বাংলাদেশের প্ররিশ্রমী মানুষেরা নিজেদের দেড় দুই বছরের ক্ষতি পুষিয়ে উঠতে দ্বিগুণ পরিশ্রম করবেন, যা দেশের অর্থনীতিতে রক্ত সঞ্চালন করবে। ইতিমধ্যেই উন্নত দেশগুলো থেকে তৈরি পোশাকের কার্যাদেশ বাড়ছে। অন্য রপ্তানি খাত থেকেও আসবে সুখবর। জনসংখ্যা রপ্তানিতে যে মন্দা এসেছিল করোনা কালে তাও কেটে যাবে। সবমিলিয়ে আমাদের সামষ্টিক অর্থনীতিতে শান্তির সুবাতাস বইবে বলা যায়।