পিরোজপুরের নাজিরপুরে ‘অপরাজিতা’ নারীদের রাজনৈতিক ক্ষমতায়নে’ রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রুপান্তরের উদ্যোগে উপজেলা পাবলিক লাইব্রেরীতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুর রহমান এর সভাপতিত্বে এবং রূপান্তরের উপজেলা সমন্বয়কারী অসীম হালদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, জেলা কৃষকলীগের সহ-সভাপতি ও শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমার রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার ফেরদৌস রুনা, ইউপি চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জ্যোতিষ চন্দ্র হালদার, উপজেলা আ’লীগ সদস্য মোতার হোসেন হাওলাদার, এ সময় স্থানীয় সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও অপরাজিতার নারীরা সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় রাজনৈতিক নেতাদের কাছে দলগুলোতে নারীদের প্রতিনিধিত্ব শতকরা ৩৩ ভাগ নিশ্চিতকরণের দাবী তুলে ধরেন অপরাজিতা নারীরা।