মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,কেক কাটা ও দোয়ার আয়োজন করেছে নীলফামারী জেলা শাখার ৭১'র সহযোগি মুক্তিযোদ্ধা সংসদ। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতী নদী বিধৌত টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি। ৭১'র সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের ঢাকা কেন্দ্রীয় কমিটির সভাপতি মরহুম বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন এর পুত্র সফিয়ার রহমান এর নির্দেশনা অনুযায়ী, নীলফামারী জেলা শাখার ৭১'র সহযোগী মুক্তিযোদ্ধাদের উদ্যোগে আলোচনা সভা, কেককাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নীলফামারীর সার্কিট হাউস সংলগ্ন জেলা ৭১এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের অফিস কক্ষে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন সৈয়দ আলী সাধারণত সম্পাদক ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ নীলফামারী, কবির হোসেন সাংগঠনিক সম্পাদক, আবদুল হামিদ দপ্তর সম্পাদক, দেলোয়ার হোসেন সহ- প্রচার সম্পাদক, রশিদুল ইসলাম আইন বিষয়ক সম্পাদক, প্রভাস চন্দ্র রায় সহ- সাংগঠনিক সম্পাদক, লাভলী ইয়াছমিন মহিলা বিষয়ক সম্পাদক, আনোয়ার হোসেন কার্যকরী সদস্য, সিরাজুল ইসলাম কার্যকরী সদস্য, মতিউর রহমান কার্যকরী সদস্য প্রমূখ। সংগঠনের সকল ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধারা এ সময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পরিকল্পনা এখন বিশ্বের কাছে প্রসংশিত, শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ পৌঁছেছে নতুন উচ্চতায় বাঙালির আস্থা ও বিশ্বাসের স্থানে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মময় জীবনের সাফল্যগাঁথা অনেক বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সাহসী নেতা। তাঁর বলিষ্ঠ সাহসের জন্য আমরা বঙ্গবন্ধুর খুনি এবং মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারদের বিচার করতে সক্ষম হয়েছি। পদ্মা সেতু ও কর্ণফুলী ট্যানেল তৈরি করতেও সক্ষম হয়েছি। আমাদের দেশকে একসময় যারা তলাবিহীন ঝুড়ির সাথে তুলনা করতো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে সেই দুর্নাম দূর হয়েছে। আজ বাংলাদেশ বিশ্বের মাঝে উন্নয়ন ও অগ্রযাত্রার এক রোল মডেল। এসডিজি উন্নয়নে ভূমিকা রাখায় বাংলাদেশ স্বীকৃতি পেয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের করোনা মোকাবেলায়ও দেশের উন্নয়নের অগ্রযাত্রায় পথিকৃত হিসেবে বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছে। এই স্বপ্ন বাস্তবায়নে প্রত্যেকেই নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে পারলেই জনপ্রতিনিধি হিসেবে আমরা সফল হবো। তিনি নতুন প্রজন্মকে বাংলাদেশের জন্মের সঠিক ইতিহাস ও শেখ হাসিনার কর্মজীবন ও সাফল্যগাথাঁ সম্পর্কে জ্ঞান অর্জন করার পরামর্শ দেন।