কেক কাটাসহ নানা আয়জনের মধ্যে দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় শেরপুরের নকলায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী, দেশরতœ শেখ হাসিনা এর ৭৫ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। এ সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন,সহ সভাপতি ফেরদৌস রহমান জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারী বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা চেয়াম্যান শাহ্ মো: বোরহান উদ্দিন,পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা যুবলীগের আহ্বায়ক রবিকুল ইসলাম সোহেল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।