আনন্দ র্যালী, ৭৫টি বৃক্ষ রোপন, চক্ষু শিবিরসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে নোয়াখালীতে প্রধানমন্ত্রী ও আ.লীগ সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করেন নোয়াখালী পৌরসভার মেয়র ও শহর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খান সোহেল।
কর্মসূচীর মধ্যে আরও ছিল, বেলুন উড্ডয়ন, কেক কাটা, আলোচনা সভা, দোয়া। এছাড়া পথশিশুসহ পৌর নাগরিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
এ সময় মেয়র শহিদ উল্যাহ খান সোহেল ছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহান, দীপক চন্দ্র দাস, নাছির উদ্দিনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
অপরদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে নোয়াখালীতে স্বাচিপের উদ্যোগে দুপুরে জেলা সিভিল র্সাজন কার্যালয়ে অডিটোরিয়ামে কেক কাটার মধ্য দিয়ে দিনের র্কমসূচি শুরু করা হয়। পরে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নোয়াখালী জেলা শাখার সভাপতি ডাঃ ফজলে এলাহী খাঁেনর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নোয়াখালী আব্দুল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আব্দুছ ছালাম, জেলা সিভিল র্সাজন ডাঃ মাসুম ইফতেখারসহ আরো অনেকে।
এদিকে, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ে অডিটোরিয়ামে সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিনে দোয়া, আলোচনা সভা ও কেক কাটা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন।
সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুস জাহের, জাকিউল ইসলাম দুলালসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।