রংপুর নগরীতে ২৪ হাজার টাকায় একটি বাঘাইড় মাছ বিক্রি হয়েছে। সুস্বাদু এ মাছটির ওজন প্রায় ৩৩ কেজি। বাঘাইড় মাছটি যমুনা নদীতে জেলের জালে ধরা পড়ে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে নগরীর সেন্ট্রাল রোডে মাছটি নিয়ে আসেন মনোয়ার হোসেন নামে মাছ বিক্রেতা। সেখানে উৎসুক মানুষজন মাছটি দেখতে ভিড় করেন।
নদী বেষ্টিত গাইবান্ধা থেকে মাছ বিক্রি করতে আসা মনোয়ার হোসেনের দাবি, বাঘাইড় মাছটি যমুনা নদীতে পাওয়া গেছে। তিনি জেলেদের কাছ থেকে মাছটি কিনেছেন। বেশি দামে বিক্রির আশায় শহরে এসেছেন।
শুরুতে ৩২ কেজি ৬০০ গ্রাম ওজনের বাঘাইড় মাছটির দাম হাঁকানো হয় ৩২ হাজার টাকা। বেশ কয়েকজন মাছটি কিনতে আগ্রহ প্রকাশ করে ১০ হাজার থেকে দাম বলতে শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত ২৪ হাজার টাকায় মাছটি কিনে নেন রায়হান জীবন নামের এক তরুণ উদ্যোক্তা।
মাছ বিক্রেতা মনোয়ার টাকা গুনতে গুনতে বলেন, অনেক দিন পর এত বড় বাঘাইড় মাছ বিক্রি করলাম। লকডাউনের আগে একটা বাঘাইড় ৫০ হাজার টাকায় বিক্রি করেছিলাম। ওই মাছটার ওজন ৮০ কেজিরও বেশি ছিল।
অনেক দরাদরি করার পর পছন্দের বাঘাইড় কিনতে পেরে আনন্দিত ছিলেন রায়হান জীবন। ঢাকা পোস্টকে অনুভূতির কথা জানাতে গিয়ে এই যুবক বলেন, প্রায়ই বড় মাছ কেনা হয়। কিন্তু এবার অনেক দিন পর এত বড় বাঘাইড় কিনলাম। পরিবারের সবাই মাছটা দেখে খুব খুশি হবে। এটা ভেবেই ভালো লাগছে।
এ বিষয়ে রংপুর জেলা মৎস্য কর্মকর্তা বরুন চন্দ্র বিশ্বাস জানান, মিঠাপানির সুস্বাদু বড় বাঘাইড় মাছ নদীতে এখন মাঝে মধ্যেই দেখা যায়। এ ধরনের মাছ সাধারণত রংপুরের তিস্তা নদী বেষ্টিত গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছায় জেলেদের জালে বেশি ধরা পড়ে। তবে পার্শ্ববর্তী কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় নদীতে বাঘাইড় মাছ বেশি দেখা যায়।