চট্টগ্রামের সীতাকু-ে মালবাহি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এতে দুই ঘন্টা সারাদেশের সাথে ট্রেন যোগাযোগ বন্ধ থাকলেও পরবর্তীতে (আপলাইন)বিকল্প পথে ট্রেন যোগাযোগ চালু করেছে রেলওয়ে। মঙ্গলবার সকালে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের ফৌজদারহাট রেল ষ্টেশন এলাকায় এই ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনা ঘটে।
জানা যায়,ঢাকা থেকে চট্টগ্রামমুখি একটি মালবাহি ট্রেন সকালে উপজেলার ভাটিয়ারি ফৌজদারহাট রেলওয়ে ষ্টেশন এলাকা অতিক্রমকালে দুটি বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছির্ণ হয়ে পড়ে। প্রায় দুই ঘন্টা চেষ্টার পর পূর্বাঞ্চলীয় রেলওয়ে কর্তারা আপ লাইন দিয়ে রেলওয়ে যোগাযোগ চালু করেন। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত বিকল্প ব্যবস্থায়(আপলাইন) ট্রেন যোগাযোগ চালু রয়েছে। উদ্ধারকারি ট্রেন এখনো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে ফৌজদারহাট জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম বলেন,“চট্টগ্রামমুখি একটি মালবাহি ট্রেন ফৌজদারহাট রেল ষ্টেশন অতিক্রমকালে দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। পরে রেলওয়ে কর্মকর্তাগণ ঘটনাস্থলে এসে লাইনচ্যুত বগি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং (আপ লাইন) বিকল্প পথে ট্রেন যোগাযোগ চালু করেছেন।”