 
		
	চাঁদপুর ফরিদগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জম্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির  বক্তব্য রাখেন সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপি। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্ম্পকে বলতে  গেলে তিনি সাধারণ হয়েও অসাধারণ। কারণ শিক্ষাজীবন থেকে শুরু করে এই মানুষটিকে আমি কাছ থেকে দেখেছি। বিশ^বিদ্যালয় জীবনে তিনি তাঁতের শাড়ি পড়তেন, যা আজও অব্যাহত রয়েছে। তিনি সর্বদা সাধারণ জীবন যাপন করতে পছন্দ করেন। কিন্তু ব্যক্তিত্বে তিনি অসাধারণ। তিনি ১৯৮১ সালে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ থেকে শুরু করে অদ্যবদি তিনি দলকে সুসংগঠতি করেছেন। আবার প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশকে নিয়ে গেছেন অসাধারণ উচ্চতায়। উন্নয়নের রোল মডেল হিসেবে দেশকে দাড় করানোর জন্য জাতিসংঘ মহসচিব পর্যন্ত আমাদের নেত্রীর প্রশংসা করেছেন। তিনি প্রধানমন্ত্রী হয়েও দৈনিক কমপক্ষে ১৬ ঘন্টা পরিশ্রম করেন। তার পরিশ্রমের কারণে আজ আমরা পুরো বিশে^ সমীহ করা একটি দেশ। আজ তার জন্মদিনে কেক না কেটে সেই টাকা অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিতে বলেছেন। তার জন্মদিনে একদিনে পুরো ৮০ লক্ষ মানুষ কোভিড ভ্যাকসিন টিকা পাবেন। আমরা ডিজিটাল বাংলাদেশের পথে জোড় কদমে হাটছি। পদ্মাসেতু আজ আমাদের বাতস্তবতা। এইজন্যই তিনি সাধারণ হয়েও অসাধারণ।
গল্লাক কলেজ মাঠে কলেজ অধ্যক্ষ হরিপদ দাসের সভাপতিত্বে এবং  বদরুদ্দোজা পাটওয়ারী ও শরীফ পাটওয়ারীর যৌথ পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সংসদ সদস্যের গুপ্টি পুর্ব ইউনিয়নের  প্রতিনিধি আ: সাত্তার পাটওয়ারী, বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল গনি বাবুল পাটওয়ারী, উপজেলা যুবলীগের সভাপতি আবু সুফিয়ান শাহীন, যুগ্মআহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন প্রমুখ। আলোচনা শেষে গল্লাক কলেজে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন এমপি।