বাংলাদেশের ছবিতে ওপার বাংলার আরও একজন নায়িকা যুক্ত হচ্ছেন- এমনটাই জানিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। আর সে কারণেই সোমবার ঢাকার বিমানবন্দরে নেমেছেন কলকাতার অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। তবে রাজধানীতে বেশিক্ষণ দেরি করেননি। 'পিয়া রে' নামের ছবির কাজে একেবারে শুটিংস্পট চাঁদপুরের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।এখানে এসেই মঙ্গলবার সকাল থেকে সদর উপজেলার ১০ নং লক্ষ্মীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড রঘুনাথপুর গ্রামে ছবির শুটিং এ অংশ নেন কৌশানী।গ্রামীন পরিবেশে বেশ কিছু দৃশ্য চিত্রায়িত হয় প্রথম দিন।ছয় দিন চাঁদপুরে থেকে চরাঞ্চলসহ বিভিন্ন লোকেশনে প্রিয়া রে নতুন চলচিত্রের শুটিং হবে। নায়িকা কৌশানী উঠেছেন আলোচিত চেয়ারম্যান ও ছবির প্রযোজক সেলিম খানের লক্ষ্মীপুরের আলিশান বাড়িতে।
ছবিটির প্রযোজক সেলিম খান গণমাধ্যমকে জানিয়েছেন ''কীভাবে যেন অনেকেই জেনেছেন 'পিয়া রে' ছবির কাজ হবে পূবাইলে। কিন্তু এটার লোকেশন চাঁদপুর। তাই কৌশানী সোমবার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সরাসরি চাঁদপুরে রওনা দেন।
জানা যায়, মঙ্গলবার থেকে পুরোদমে শুটিং করছেন কলকাতার এ জনপ্রিয় নায়িকা। এতে তার বিপরীতে আছেন নায়ক শান্ত খান। চাঁদপুরে একটানা ছবির কাজ চলবে। পূজন মজুমদারের পরিচালনায় 'পিয়া রে' সিনেমায় আরও অভিনয় করছেন রজতাভ দত্ত, খরাজ মুখার্জিসহ অনেকে। এর আগে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় শামীম আহমেদ রনির পরিচালনায় 'লাগ ভেলকি লাগ' ও 'ছুটি' সিনেমায় অভিনয় করেছেন কৌশানী। তার বিপরীতে কাজ করেছেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত। তবে এগুলো সবই টালিগঞ্জের সিনেমা।
কৌশানী জানান,চাঁদপুর তার ভাল লেগেছে।তিনি এসেই পদ্মা-মেঘনার তাজ ইলিশের স্বাদও নিয়ে ফেলেছেন।যাবার সময় এখান থেকে পূজার উৎসবের জন্য ইলিশও নিয়ে যাবেন।
ছবি ক্যাপশনঃ চাঁদপুর সদর রঘুনাথপুরে ' প্রিয়া রে' ছবির শুটিং স্পটে কলকাতার নায়িকা কৌশানী
মুখোপাধ্যায়।