চাঁদপুর সদরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর কার্যালয়ের অভিযানে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ছোট সুন্দর বাজারের ১টি বেকারী প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
২৮ সেপ্টেম্বর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে চাঁদপুর সদর উপজেলার ছোটসুন্দর বাজার এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা সময় স্থানিয় আনন্দ
বেকারিতে অভিযান করা হয়।
এ সময় নিরাপত্তায় সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
উল্লেখ্য,
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক এবং চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক সহযোগিতায় জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক নুর হোসেন।