প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরে গণটিকা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে ৬নং পাকুরিয়া ইউনিয়ন পরিষদ সম্মুখে এ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। গণটিকা কার্যক্রম উদ্বোধনকালে হুইপ আতিক বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে আমরা শেরপুরে দুইদিনব্যাপী গণটিকা কার্যক্রম উদ্বোধন করলাম। সেইসাথে আমরা প্রধানমন্ত্রীর জন্মদিনে তার সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যেভাবে পরিচালনা করেছে তা খুবই প্রশংসনীয়। এসময় শেরপুর জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, সিভিল সার্জন ডা. আনওয়ারুর রউফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল-মামুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হায়দার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।