প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশের ন্যায় ভৈরবে ও করোনার ২য় ঢেউ সামলাতে গণ টিকা কার্যক্রম শুরু হয়েছে । আজ মঙ্গলবার সকাল ৯ টা থেকে ১ম ডোজের টিকা দান কার্যক্রম শুরু হয়েছে । ভৈরবের ৭টি ইউনিয়নে ও পৌরশহরের ১২টি ওয়ার্ডে একযোগে এ টিকাদান কর্মসূচী শুরু করা হয় । ৭টি ইউনিয়নের মধ্যে প্রত্যেক ইউনিয়নে ১ হাজার ৫শ এবং শহরের ১২টি ওয়ার্ডে প্রত্যেক ওয়ার্ডে ৫শ জনকে টিকার আওতায় আনা হয়েছে । টিকা দিতে প্রত্যেককে এনআইডি কার্ড ও মোবাইল নম্বর নিয়ে কেন্দ্রে গিয়ে নিবন্ধনকরার পর টিকা দেয়া হচ্ছে । তবে সকাল থেকে কেন্দ্রগুলোতে টিকা নিতে জনগনের উপচেপড়া ভীড় ছিল । নারী –পুরুষ সবাই কেন্দ্রে গিয়ে টিকা নিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে । তবে টিকা নেয়ার পর কারো কোন সমস্যা দেখা দেয়নি । আজ মঙ্গলবার ভৈরবে ১৩ হাজার ৫শ মানুষকে প্রথম ডোজ টিকা প্রদান করা হচ্ছে ।
এ বিষয়ে ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেণু জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকীতে ভৈরবে প্রতিটি কেন্দ্রে টিকা প্রদান করা হচ্ছে ।প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেছি লোকজন স্বর্তস্ফর্তভাবে টিকা নিচ্ছে । কারো কোন সমস্যা হয়নি ।