চট্টগ্রামের হাটহাজারীত এক রোহিঙ্গা নাগরিককে জাতীয়তা সনদ দিয়ে পাসপোর্ট তৈরিতে সহযাগিতা করার অভিযাগ উঠছে উপজেলার ৮ নং মেখল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে। না জেনে ভুল বসত অপরিচিত ব্যক্তিকে জাতীয়তা সনদ দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন এই চেয়ারম্যান।
জানা যায়, গত ৯ জুন হাফিজুল্লাহ নাম এক রোহিঙ্গাকে জাতীয়তা সনদ প্রদান করেন ৮ নং মেখল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী। সেখান হাফিজুল্লাহর পিতার নাম নুরুল আমিন, মায়ের নাম শামসুন নাহার এবং ঠিকানা খলিল সওদাগরের বাড়ি, গ্রাম মাজাফ্ফরপুর ৩ নম্বর ওয়ার্ড এবং ডাকঘর রহিমপুর উল্লেখ আছে।খবর নিয়ে জানা গেছে, ওই ঠিকানায় হাফিজুল্লাহ নামের কোন ব্যক্তি নেই। ভুয়া ওই ব্যক্তি রোহিঙ্গা বলে ধারনা করছে এলাকাবাসী। এদিকে ওই জাতীয়তা সনদ ব্যবহার করে পাসপার্টও তৈরি করেছেন কথিত হাফিজুল্লাহ। গত ২৩ জুন পাসপোর্টের ফরম পূরণ জমা দেওয়া হয়।
এলাকাবাসী বলছেন, স্হানীয় জনপ্রতিনিধি হিসাবে একজন চেয়ারম্যান না জেনে কাউকে জাতীয়তা সনদপত্র দেওয়া উচিত নয়।জাতীয়তা সনদপত্র দেওয়ার বিষয়টি স্বীকার করে মেখল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী বলেন, হাফিজুল্লাহ রোহিঙ্গা কিনা আমি জানতাম না। আমার কাছ সনদের জন্য এসেছে আমি সনদ দিয়েছি। পরে বিষয়টি আমি জনেছি। এখন বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম এর কাছে জানতে চাইলে তিনি খবর পেয়েছেন বলে উল্লেখ করেন। বিষয়টি খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই করা হচ্ছে। যদি বিষয়টি সত্য হয়ে থাকে তাহলে বিধি মোতাবেক ব্যবস্হা নেওয়া হবে বলে তিনি গণমাধ্যমকে জানান।