ফরিদগঞ্জে স্বামী পরিত্যক্তা এক নারীকে স্বর্ণের চেইন চুরির অপবাদ দিয়ে প্রকাশ্যে মধ্যযুগীয় কাঁয়দায় বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগে মোফাচ্ছের ও ইয়াছিন নামে দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে তাদেরকে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর গ্রামের আমিন উদ্দিন বেপারি বাড়ি থেকে আটকের পর সোমবার(২৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর আদালতে পাঠায় পুলিশ। এ ব্যাপারে ২৬ সেপ্টেম্বর রোববার বিকালে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। বর্তমানে গুরুতর আহতবস্থায় চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন হামলার শিকার তাসলিমা বেগমনামে ঐ নারী।
এদিকে, ওই নারীকে বেধড়ক মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় যুব সমাজসহ এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে উঠেন। তারা হামলাকারীদের গ্রেফতার পুর্বক দৃস্টান্তমূলক শাস্তি দাবী জানান। এ ছাড়া আধুনিক যুগে মধ্যযুগীয় এমন বর্বোরোচিত হামলার সঠিক তদন্ত ও বিচার দাবী করেছেন বিচারদাবী স্থানীয় সচেতন মহল।
ঘটনাটি ঘটেছে, ২৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রুস্তুমপুর গ্রামের আমিন উদ্দিন বেপারি বাড়িতে।
সরেজমিনে জানা যায়, প্রায় ৪ মাস পূর্বে একই বাড়ীর বাসিন্দা মোস্তফা মিয়ার ছেলে কাউসার আলমের নব-বিবাহিতা স্ত্রীর গলার আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন হারিয়ে যায়। সপ্তাহ খানেকপর হারিয়ে যাওয়া চেইনটি কাউছারদের বসত ঘরের পাশ থেকে উদ্ধার করা হয়। এই চেইনটি হারিয়ে যাওয়াকে চুরি হিসেবে গণ্য করে একই বাড়ির স্বামী পরিত্যক্তা অসহায় তাসলিমা বেগমকে বিভিন্নভাবে হয়রানী করে আসছিল অভিযুক্ত কাউছার গংরা।
ওই ঘটনার জের ধরেই ২৪ মেপ্টেম্বর শুক্রবার সকালে কাউছার আলমের ছোট দুই ভাই মোফাচ্ছের, ইয়াসিন ও তাদের মা শামছুন্নাহারের সহায়তায় তাসলিমাকে তার বসতঘর থেকে টেনে-হিঁচড়ে বের করে এনে প্রকাশ্যে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর যখম করে।
ঘটনার শিকার তাসলিমা বেগম জানান, বিনা কারণেই ঘর থেকে টেনে-হিঁচড়ে বের করে বাড়ির উঠোনে তার ওপর হামলা চালানো হয়। তিনি চুরির কোনো ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। এমন পরিস্থিতিতে স্বজনরা ঘটনার বিচার দাবি করে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।
অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযুক্ত কাউছারের স্ত্রী মুক্তা বেগম জানায়, তার গলার স্বর্ণের চেইনটি হারিয়ে যায়, পরে চেইনটি খুঁজে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
ফরিদগঞ্জ থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মো: বাহার মিয়া জানান, এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় একটি এজহার দায়ের করা কয়েছে। ঘটনার সাথে সম্পৃক্ত মোফাচ্ছের ও ইয়াছিন নামে দু’জনকে আটক করা হয়েছে। বাকীদের আটকের বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে।