পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. রনি হাওলাদারকে রাজাকার পুত্র অভিযোগ করে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই নেতাকে দলীয় পদ থেকে অব্যহতি দেন। অব্যহতিপ্রাপ্ত যুবলীগ নেতা রনি হাওলাদারের পিতা মৃত মো. জব্বার হোসেন হাওলাদার একজন রাজাকার ছিলেন বলে সংগঠনের কাছে অভিযোগ রয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী জানান, গত বৃহস্পতিবার সংগঠনটির জেলার বর্ধিত সভায় যুবলীগ নেতা রনি হাওলাদার রাজাকার পুত্র হিসাবে কেন্দ্রীয় নেতাদের কাছে তথ্য প্রদান করা হয়। এ প্রেক্ষিতে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে তাকে অব্যহতি দেয়া হয়। উল্লেখ্য, গত ২০১৯ সালের ২ অক্টোবর সম্মেলনের মাধ্যমে ওই ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হয়। এতে শেখ মো. মিজানুর রহমান মিঠু ও মো. হাসিবুল ইসলামকে সাধারন সম্পাদক নির্বাচিত হন। ওই কমিটিতে ওই রনি হাওলাদারকে সহ-সভাপতি করা হয়। এর আগেও রনি হাওলাদার ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক ছিলেন।