পিরোজপুরের নাজিরপুর উপজেলা সরকারী কর্মচারী ক্লাব ও পাঠাগার এর উদ্যোগে ৪ দলীয় মাদক বিরোধী ফুটবল টুর্ণামেন্টে নাজিরপুর ফুটবল একাদশ বিজয়ী হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) ১১ টায় নাজিরপুর উপজেলা শেখ রাসেল মিনি ষ্টিডিয়ামে সরকারী কর্মচারী ক্লাব ও পাঠাগার এর সভাপতি মো. রুহুল আমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইয়াসির আরাফাতের পরিচালনায় এ খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাষ্টার অমূল্য রঞ্জন হালদার। এ সময় নাজিরপুর ফুটবল একাদশ চিতলমারী ফুটবল একাদশকে ৪-০ গোলে হারিয়ে এবং স্টার ফুটবল একাডেমি গোপালগঞ্জ একাদশকে উদয়কাঠী ফুটবল একাদশ ১-০ গোলে হারিয়ে এবং ফাইনালে নাজিরপুর ফুটবল একাদশ উদয়কাঠী ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেণ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাষ্টার অমূল্যরঞ্জন হালদার, উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক শেখ নজরুল ইসলাম বাবুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, জেলা পরিষদ সদস্য মো. সুলতান মাহমুদ খান ও তুহিন হালদার তিমির, সরকারি কর্মচারী ক্লাব ও পাঠাগারের সভাপতি মোঃ রুহুল আমিন সাধারণ সম্পাদক মোঃ ইয়াছির আরাফাত প্রমুখ।