শেরপুর জেলা ছাত্রলীগ নেতা শহীদ আশীষ দত্ত ভোলার ৩৪ তম হত্যা দিবস পালিত হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, ১৯৮৭ সালের ২৬ সেপ্টেম্বরের এই দিনে শহীদ হয়েছিল শেরপুর জেলা ছাত্রলীগ নেতা আশীষ দত্ত ভোলা। শেরপুর সরকারী কলেজে ক্লাস শুরুর সময় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে ছাত্রলীগ ও জাসদ ছাত্রলীগ দ্বন্দে জড়িয়ে পড়ে। এঘটনা নিয়ে সন্ধ্যায় ছাত্রলীগ নের্তৃবৃন্দ শহরের খরমপুরস্থ সাবেক গভর্নর এড. আনিছুর রহমানের বাসায় পরবর্তী করনীয় নিয়ে পরামর্শ সভায় মিলিত হন। সভা চলাকালে জাসদ ছাত্রলীগের নেতাকর্মীরা সন্ত্রাসীদের নিয়ে খরমপুর মসজিদ মোড় ও খরমপুর মোড় দুদিক থেকে সভাস্থল ঘিরে ফেলে। এ সময় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ চালায়। তাদের আক্রমণে ছাত্রলীগের নেতা কর্মীরা ভয়ে এদিক-সেদিক দৌড়ে জীবন বাঁচানোর চেষ্টা চালায়। এ সময় আক্রমণকারীদের ছুরির আঘাতে শেরপুর সরকারী কলেজ ছাত্রলীগ নেতা আশীষ দত্ত ভোলা মাটিতে লুটিয়ে পড়ে। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর মুমূর্ষু অবস্থায় ভোলাকে রিক্সাযোগে হাসপাতালে নেওয়ার পথে আবারো সন্ত্রাসীরা রিক্সার গতিরোধ করে আক্রমণ চালায়। কোনভাবে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এ হত্যাকান্ড সম্পর্কে প্রত্যক্ষদর্শী সাবেক ছাত্র নেতা বর্তমান জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইফতেখার হোসেন কাফী জুবেরী বলেন, কোন প্রকার উস্কানী ছাড়াই ভোলাকে হত্যা করা হয়েছে। আর মুজিব আদর্শের সৈনিক ছাত্রলীগ নেতা ভোলা হত্যাকারী বর্তমানে আওয়ামী লীগের নেতা। এ কষ্ট রাখি কোথায়? ভোলা হত্যাকান্ডের সময় জেলা ছাত্রলীগের সভাপতি তাপস কুমার সাহা স্মৃতিচারণ করে বলেন, কলেজে মিছিল করা নিয়ে সামান্য ঘটনা ঘটেছে। আর এ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের সভায় আক্রমণ করা সমুচিন হয়নি। যে হামলায় একটা তরতাজা প্রাণ মুজিব আদর্শের একজন সৈনিককে অকালে আমাদের হারাতে হয়েছে। তিনি আরো বলেন, ১৯৮৮ সালে আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা শেরপুরে এসে ভোলার বাসায় গিয়ে ভোলার মাকে সমবেদনা প্রকাশ করে সাত্বনা দিয়েছেন এবং ভোলার পরিবারের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। পরবর্তীতে ভোলার ছোট ভাইকে গনভবনে চাকুরীর ব্যবস্থা করে দেন। ভোলার মা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা আমাকে আদর করেন। আমি গনভবনে নেত্রীর সাথে দুইবার দেখা করেছি। নেত্রী আমার ছোট ছেলেকে গনভবনে চাকুরী দিয়েছিলেন। নেত্রী আমার কথা মনযোগ দিয়ে শুনেছেন এবং যে কোন বিষয়ে সরাসরি তার সাথে দেখা করে জানাতে বলেছেন। আমি নেত্রীর এমন মহানুভবতায় কৃতজ্ঞ। আজ ভোলা হত্যা দিবস পালন উপলক্ষে শেরপুর জেলা ও ঝিনাইগাতী উপজেলায় মুজিব বর্ষ উদযাপন পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানান কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে।