কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বাজারে অবস্থিত প্রানী সম্পদ অফিস গেট সংলগ্ন জামান মেডিক্যালের উপর অতিরিক্ত পাট বোঝাই ট্রাক উল্টিয়ে পড়ে সম্পপূর্ণরুপে দোকান বিদ্ধস্ত হয় এতে প্রায় ২০ লক্ষ্যাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে বলে জামান মেডিক্যালের প্রোপাইটার মোঃ নূরুজ্জমান জানান। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে দূঘটনার সময় দোকান খোলা থাকলেও দোকান মালিক সহ অন্যান্য কেও এই সময় দোকানে না থাকায় প্রাণে বেঁচে যায়। প্রত্যক্ষ দর্শিরা জানান শুক্রবার দুপুর ঢাকা-ঢ- ১২-২৭৫৯ দ্রুতগামী পাটভর্তি ট্রাক নিয়ন্ত্রন হরিয়ে ট্রাকের চাকা ফেটে সম্পূর্ন ট্রাকটি জামান মেডিক্যালের উপর উল্টে পড়ে এতে জামান মেডিক্যালের দোকান সর্ম্পূন রুপে বিধস্ত হয়। ওই ট্রাকটি এ রিপোট লেখা পর্যন্ত দোকানের উপর ভেঙ্গে পড়ে রয়েছে।