চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৬ নং ছিপাতলী ইউ পি চেয়ারম্যান নূরুল আহসান লাভু তাঁকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এনে ৪ নং গুমানমর্দ্দন ইউ পি চেয়ারম্যান মুজিবুর রহমান এর বিরুদ্ধে গতবুধবার রাতে
হাটহাজারী থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। ডায়েরি নম্বর ১৪৪২।
ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহাসান লাভু তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, গত ২১সেপ্টেম্বর উপজেলা পরিষদে নৈতিকতা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপজেলার অন্যান্য ইউপি চেয়ারম্যানগন উপজেলা পরিষদ ভবনের তৃতীয় তলায় কনফেরান্স কক্ষের সামনে দুপুর আনুমানিক ১.১৫মিনিটে বারান্দায় বের হই। সেখানে উপজেলা দুর্নীতি দমন কমিশন ও আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোঃআলী সদস্য সচিব অধ্যক্ষ মোঃফরিদ এর সাথে কথোপকথন করতে থাকি। তৎসময়ে ওই বিবাদী উপজেলার ৪নং গুমানমর্দন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব উত্তেজিত হয়ে আমাকে কিল ঘুষি মারিয়া মৃত্যুর হুমকিসহ জানে মেরে ফেলার হুমকীর প্রদান করেন। সাথে সাথে বিষয়টি স্থানীয় সাংসদ ও উপজেলা পরিষদ চেযারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করি। বিবাদী সহিত ওই ঘটনার সংঘটিত হওয়ার সংবাদ বিভিন্ন জাতীয় পত্রিকা ও আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত হয় এবং ওই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যাহা একজন জনপ্রতিনিধি হিসেবে দুঃখের ও লজ্জার বিষয় এবং ভবিষ্যতে ওই বিষয়টি ভয়াবহ রুপ নেওয়ার আশঙ্কা বিদ্যামান। আমি উপজেলা ৬নং ইউপির নির্বাচিত চেয়ারম্যান হিসেবে ও এলাকার শান্তি শৃঙ্খলায় রক্ষা ও এলাকার শান্ত প্রিয় জনগনের সহিত ও আত্মীয় স্বজনদের সাথে পরামর্শ করিয়া অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়েছে বলে ডায়েরি উল্লেখ করা হয়।
গুমানমর্দ্দন ইউ পি চেয়ারম্যান মুজিবুর রহমান এর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, থানায় তাঁর বিরুদ্ধে ছিপাতলী ইউ পি চেয়ারম্যান একটি জিডি করেছে বলে শুনেছেন। তবে কেন এই জিডি করা হয়েছে তা তাঁর বোধগম্য হচ্ছে না। তবে যেই ঘটনা নিয়ে থানায় অভিযোগ করা হয়েছে সেই বিষয়টি ঘটনার পর পর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম ও ইউ এন ও একটি শান্তিপূর্ণ মিমাংসা করে দিয়েছে। তিনি ওই চেয়ারম্যানকে হত্যার হুমকির যে অভিযোগ জিডি উল্লেখ করেছে এই কথা সম্পূর্ণ মিথ্যা এবং সামনের নির্বাচনে তাঁর জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এ জাতীয় অভিযোগ আনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
থানার ওসি (তদন্ত) রাজিব শর্মার কাছে এ ব্যাপারে গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাইলে তিনি থানায় সাধারণ ডায়েরি হওয়ার কথা স্বীকার করে বলেন এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্হা গ্রহন করা হবে বলে তিনি জানান।