ঠাকুরগাঁও সদরের বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচজনসহ হাজী পাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়, সোনালী শৈশব বিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছে। এদের মধ্যে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী রয়েছে। নজরদারিতে রাখা হয়েছে বাকি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদেরও। এছাড়া জেলার বিভিন্ন বিদ্যালয়ে ছয় শিক্ষক করোনা আক্রান্ত হয়েছেন।
বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির দুই ও পঞ্চম শ্রেণির তিন শিক্ষার্থীর করোনা উপসর্গ দেখা দেয়। গত সোমবার নমুনা দেয়া হলে মঙ্গলবার তাদের করোনা শনাক্ত হয়। এই খবরে জেলা প্রশাসকের নির্দেশে ওই বিদ্যালয়ের দুই শ্রেণির ক্লাস বন্ধের ঘোষণা দেয়া হয়।