চট্টগ্রামের হাটহাজারীতে গত মঙ্গলবার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টিসমৃদ্ধ উচ্চমূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচির আওতায় তিন দিনব্যপী কৃষকদের এক প্রশিক্ষণ কর্মশালা হাটহাজারী বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত হয়। ওই প্রশিক্ষণে ক্ষুদ্র প্রান্তিক ও বর্গা চাষীদের কৃষকদের সমন্বয়ে দল গঠন ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে পুঁজি গঠন প্রশিক্ষণ সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয় এ পর্যন্ত হাটহাজারীতে কৃষকদের মাঝে ৩০০ জনকে বীজ বিতরণ ১২০ জনকে প্রশিক্ষণ ১২টি প্রদর্শনী প্লট এবং সুফলভোগীদের মাঝে শতকরা ৪% হারে কৃষকদের বাইশ লক্ষ টাকাঋণ সহায়তা প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন উপ-পরিচালক মোরশেদ আলম বিআরডিবি চট্টগ্রাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহিদুল আলম। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিসালাত আহমেদ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম খান এবং অপ্রধান শস্য মাঠ সংগঠক আলতাফুর রহমান হেলালী।