ধনী ও দরিদ্র দেশের টিকা বৈষম্য দূর করাসহ করোনা মোকাবিলায় ৬ দফা সুপারিশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া বিশ্বে সবার পর্যাপ্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিতে গবেষণায় বিনিয়োগসহ ৫ দফা প্রস্তাব দিয়েছেন তিনি। জাতিসংঘের অধিবেশনে আলাদা আয়োজনে যুক্ত হয়ে এসব প্রস্তাব ও সুপারিশ দেন প্রধানমন্ত্রী।
জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে সফরের চতুর্থদিন বৃহস্পতিবার, নিউ ইয়র্কে জাতিসংঘের উচ্চ পর্যায়ের এক আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী।
জাতিসংঘের সাধারণ এজেন্ডা: সমতা ও অন্তর্ভুক্তির নিশ্চিতে পদক্ষেপ’ শীর্ষক এ আয়োজনে ধারণ করা ভিডিও বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের টিকা পাওয়ার ক্ষেত্রে ধনী ও দরিদ্রের মধ্যে বিভাজন দূর করতে হবে।