রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামছুন্নাহারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে বিপাকে পড়েছেন স্বাস্থ্য সহকারী ধীমান রায়। শামসুন্নাহারের বাহিনীরা ধীমান রায়কে হেনস্তা করাসহ প্রাণ নাশের হুমকি দিচ্ছেন। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্বাস্থ্য সহকারী ধীমান রায়। তিনি বিষয়টি লিখিতভাবে রংপুরের সিভিল সার্জন হিরম্ব কুমার রায়কে জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের শুরু থেকে স্বাস্থ্য সহকারী হাসাপাতালে ভারপ্রাপ্ত এমটিইপিআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি টিকা সরবরাহ ও বিতরণ, কোল্ড চেইন ম্যানেজমেন্ট, টিকা বর্জ্য অপসারণ ও বিনষ্টের কাজে নিয়োজিত ছিলেন। টিকা সরবরাহ ও টিকা কেন্দ্রে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার পরিবহন ব্যয় তৎকালীন তিনি নিজের পকেট থেকে মিটিয়েছেন। পরে সরকারি বরাদ্দ এলে তা ধীমান রায়কে না দিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উত্তোলন করে আত্মসাৎ করেন।
এ ঘটনায় গত ১০ আগস্ট ধীমান রায় রংপুরের সিভিল সার্জনের এবং ৩১ আগস্ট রংপুরের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)কে লিখিত অভিযোগ করেন। এ ঘটনার পর রংপুরের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের উপ-পরিচালক ডা. আবু মোঃ জাকিরুল ইসলামের নির্দেশে ৬সেপ্টেম্বর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ১২ সেপ্টেম্বর ওই কমিটির সদস্যরা তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ওই কর্মকর্তার দুর্নীতি ও অনিয়মের তদন্ত করেন। তদন্ত কমিটি চলে যাওয়ার পর থেকে ধীমান রায়কে প্রতিনিয়ত বিভিন্ন মোবাইল থেকে অভিযোগ তুলে নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সঙ্গে হুমকি দেওয়া হচ্ছে।
সর্বশেষ ২০ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে কর্মস্থল রহিমাপুর চাকলা কমিউনিটি ক্লিনিক থেকে তাকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে ডেকে নেওয়া হয়। সেখানে সিসি ক্যামেরা বন্ধ করে স্বাস্থ্য কর্মকর্তার উপস্থিতিতে ধীমান রায়কে শারীরিকভাবে হেনস্তা করেন ইউনিয়ন ছাত্র লীগের দুইজন নেতা-কর্মী। এ সময় ধীমান রায়ে মুঠোফোন কেড়ে নেওয়া হয়। প্রায় দুই ঘন্টা হেনস্তা করার পর ধীমান রায় মানষিকভাবে ভেঙে পড়েন।
ধীমান রায় বৃহস্পতিবার কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘সত্যের পথে লড়তে গিয়ে আমি পদে পদে হুমকির সম্মুখে পড়ছি। স্বাস্থ্য কর্মকর্তা বিরুদ্ধে অভিযোগ করায় তিনিও তাঁঁর লোকজন আমাকে নানাভাবে হেনস্তা করাসহ প্রাণ নাশের হুমকি দিচ্ছে। এত আমি শঙ্কিত। জীবন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেছি।
উল্লেখ্য ওই কর্মকর্তার বিরুদ্ধে গত ৮ আগস্ট চিকিৎসক ও ২৪ আগস্ট স্বেচ্ছাসেবীরা টাকা আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রংপুরের সিভিল সার্জনকে করেন। ওই অভিযোগের তদন্তও হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের একটি কমিটির তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবার জামা করার কথা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মুঠোফোনে এ বিষয়ে জানতে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
রংপুরের সিভিল সার্জন হিরম্ব কুমার রায় মুঠোফোনে বলেন, স্বাস্থ্য সহকারী ধীমান রায় স্বাস্থ্য কর্মকর্তা শামসুন্নাহারের বিরুদ্ধে লিখিত অভিযোগ আমাকে দিয়েছে। খুব শিগগিরই তদন্ত কমিটি গঠন করা হবে। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।