তৃণমূল পর্যায়ে ত্রাণ বা সাহায্য বিতরণে অনিয়ম দুর্নীতি যেন কিছুতেই থামছে না। ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান মেম্বাররা জনপ্রতিনিধি হলেও তারা দরিদ্র জনগণের হয়ে উঠতে পারছেন না। গত বছর করোনা মহামারির সময় সরকারের ত্রাণ, খাদ্য বণ্টন কর্মসূচি, নগদ অর্থ সহায়তায় অনিয়মের দায়ে ১০৮ জন প্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। যার মধ্যে ৩৭ জন ইউপি চেয়ারম্যান এবং ৭১ জন ইউপি সদস্য। স্থানীয় সরকার বিভাগের সর্বশেষ তথ্য অনুসারে, সাময়িক বরখাস্ত হওয়া জনপ্রতিনিধিদের মধ্যে ১০ জনকে পদ থেকে অপসারণ করা হয়েছে। ৮ জনকে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। আর ২৮ জন আদালতের স্থগিতাদেশ দেখিয়ে পদে ফিরেছেন। অবশিষ্ট ৬২ জন চেয়ারম্যান ও সদস্যের মধ্যে বেশ কয়েক জনের কারণ দর্শানোর জবাবের বিষয়ে জেলা প্রশাসকের কাছে মতামত চাওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এ ছাড়া সাময়িক বরখাস্ত করা কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা চলছে, ফলে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা সম্ভব হচ্ছে না। আদালত তাদের বিষয়ে আদেশ দিলে সে প্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম চলবে। তবে যে সব জনপ্রতিনিধির বিরুদ্ধে অনিয়মের পরমান পাওয়া গেছে, তাদের মধ্যে ৯০ জনই ক্ষমতাসীন দলের রাজনীতির সাথে জড়িত।
অভিযুক্ত চেয়ারম্যানদের বিরুদ্ধে সেরা চেয়ারম্যান হিসেবে মনোনীত জনপ্রতিনিধিও আছেন। ২০১৮ সালে গাইবান্ধা জেলার মধ্যে সেরা ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান করোনা ভাইরাস সংক্রমণের সময় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবার পিছু আড়াই হাজার টাকা নগদ সহায়তা সরকার দেয়। এই টাকা উপকার ভোগীদের দিতে গত বছর ৫০০ টাকা করে নেন তিনি। এজন্য প্রথমে গত জুন মাসে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে সব প্রক্রিয়া শেষে তাকে অপসারণ করা হয়। অন্যদিকে সরকারি চাল আত্মসাতের অভিযোগে ভ্রমমাণ আদালতে সাজা হয় নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর ইউপি সদস্য শেখ মোশারফ হোসেন ও সংরক্ষিত সদস্য রনি বেগমের। তাদের সাময়িক বরখাস্ত করা হয়। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাদের সাজা মওকুফ করেন। এর ফলে তাদের বরখাস্তের আদেশ প্রত্যাহার করে স্থানীয় সরকার বিভাগ। সাময়িক বরখাস্ত, পদ থেকে অপসারণ কিংবা জেল জরিমানা করা হলেও তৃণমূল পর্যায় থেকে দুর্নীতি নির্মূল করা যাচ্ছে না। বরং রিলিফের চাল চুরি, ত্রাণ লুঠ, উপকার ভোগীদের তালিকা তৈরিতে স্বজনপ্রীতি এবং নগদ সহায়তার অর্থ-আত্মসাতের ঘটনা বাড়ছে। স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা নির্বাচন করে দলীয় পরিচয়ে। আর এ পরিচয়ই তাদের বেপরোয়া হওয়ার উৎস। যারা ক্ষমতার কাছাকাছি থাকেন, তারাই বেশি অনিয়মে জড়িয়ে পড়েন। আর দলের নেতাদের সহায়তায় অনেকে অপরাধ করেও স্থানীয় প্রশাসনের নেক নজর লাভ করেন এবং দায় মুক্তি লাভ করেন।
কাজেই দুর্নীতি, স্বজন প্রীতি বন্ধ করা যাচ্ছে না। এখন দেশে উন্নয়নের জোয়ার বইছে। দুর্নীতি যদি বন্ধ করা না যায়, তবে উন্নয়ন টেকসই হবে কি করে? কাজেই দুর্নীতি ও স্বজনপ্রীতির ব্যাপারে সবাইকে যেমন সচেতন হতে হবে, তেমনি কঠিন পদক্ষেপে তা নির্মূল করতে আইনি পদক্ষেপও দ্রুত নিষ্পত্তি করতে হবে।