মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিশংসন চেয়ে আবেদন করেছেন বিরোধী রিপাবলিকান দলের চারজন আইনপ্রণেতা।
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ইস্যু ও সীমান্ত রক্ষার ব্যর্থতার অভিযোগে বাইডেনের বিরুদ্ধে অভিশংসন চান তারা।
এই অভিশংসন আবেদনে নেতৃত্ব দিচ্ছেন ওহাইও'র রিপাবলিকান আইনপ্রণেতা বব গিবস। তার সঙ্গে আরও যোগ দিয়েছেন- অ্যারিজোনার রিপাবলিকান আইনপ্রণেতা অ্যান্ডি বিগস, টেক্সাসের ব্রায়ান বাবিন ও রেন্ডি ওয়েবার।