হাটহাজারীতে ( ওপেন মার্কেট সেইল) ও এম এস চাউল বিতনের অনিয়মের অভিযোগে এক ডিলারের ডিলারশীপ বাতিল করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার এ-সংক্রান্ত চিটি পৌরসভার মুন্সির মসজিদ এলাকার ডিলার মেসার্স আজিজ এর স্বত্বাধিকারী মোঃ আবদুল হালিম নিকট প্রেরন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বৃহস্পতিবার স্বাক্ষরিত কথিত ডিলারের কাছে প্রেরিত পত্রের বিবরনে জানা যায়, উপজেলা প্রশাসন নানাভাবে ওই ডিলারের বিরুদ্ধে ও এম এস চাউল বিতরনেরঅভিযোগ পেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্বশীল কর্মকর্তা দিয়ে গত বুধবার বিষয়টি তদন্ত করেন। তদন্তে চাউল বিতনের অনিয়মের সত্যতা পেয়ে বৃহস্পতিবার কথিত ও এম এস ডিলারের ডিলারশীপ বাতিল করে তার কাছে পত্র প্রেরন করেন।