পাঁচদিন ধরে স্পেনের লা পালমা দ্বীপে অগ্ন্যুৎপাত ঘটছে। এরইমধ্যে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক ঘরবাড়ি। পুড়ে গেছে বিস্তীর্ণ বনাঞ্চল।
৪০ বছর পর ক্যানারি দ্বীপপুঞ্জের লা পালমা দ্বীপ এমন ঘটনা। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে লাভা বেরিয়ে আসার ঘটনা কিছুটা বেড়েছে। গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, ৮৪ দিন পর্যন্ত চলতে পারে এই ধারা।
দেড়শ' হেক্টরের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে লাভা। ঘণ্টায় ২০০ মিটার গতিতে আটলান্টিক মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছে লাভার প্রবাহ। অন্তত ১৮৫টি বাড়ি পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে।