আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন নিয়ে দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে চীন, রাশিয়া ও পাকিস্তানের প্রতিনিধি দল। বুধবার কাবুলে এই বৈঠকের পর সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান।
প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দ,পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকীসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে এ বৈঠক হয়। এছাড়াও উপস্থিত ছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই।
সরকার গঠন ছাড়াও জঙ্গিবাদ ও মাদক সংক্রান্ত অপরাধ মোকাবিলা নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানান তিনি।