কক্সবাজার পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত। এর সৌন্দর্য আকৃষ্ট করে দেশ-বিদেশের অসংখ্য ভ্রমণপিপাসু মানুষকে। এই সনুদ্র সৈকত তাই পর্যটকদের কোলাহলে মুখরিত থাকে সবসময়, যদিও করোনা মহামারীতে গত কয়েক মাস এই সমুদ্র সৈকত ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। করোনার প্রকোপ হ্রাস পাওয়ায় বর্তমানে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। সমুদ্র সৈকতটি আবার তার চিরচেনা রূপ ফিরে পেতে শুরু করেছে। করোনাকালে মানসিক স্বাস্থ্যের ওপর যে প্রভাব পড়েছে, সেটা থেকে স্বস্তি পেতেই নানা শ্রেণি-পেশার মানুষ ছুটে যাচ্ছেন সমুদ্রের কাছে। সমুদ্রের শীতল স্পর্শে সজীব হয়ে উঠছেন তারা। কিন্তু সমুদ্র শুধু মানুষের প্রাণ জুড়ায় না, প্রাণ কেড়েও নেয়। কক্সবাজার সমুদ্র সৈকতের অনেক জায়গায়তেও গুপ্তখাল ও চোরাবালি রয়েছে। সেখানে বেড়াতে যাওয়া পর্যটকদের জীবন রক্ষার জন্য পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম ও নিরাপত্তাকর্মীও নেই। সমুদ্রে কখন নামতে হবে, কোন অংশে নামলে জীবনের ঝুঁকি আছে, সে সম্পর্কে ভ্রমণকারীরা সচেতন নন। ঝুঁকিপূর্ণ স্থানে লাল নিশানা ওড়ানো হয়েছে। কিন্তু অনেকে সতর্কবার্তা মানছেন না। ফলে প্রাণহানি থামানো যাচ্ছে না। এসব দুর্ঘটনায় অমূল্য জীবন যাচ্ছে, পরিবারগুলোয় নেমে আসছে বিপর্যয়। কক্সবাজারের চোরাবালিতে পড়েই ২০১১ সালের পহেলা আগস্ট ক্লোজাপ ওয়ান তারকা আবিদ শাহরিয়ার মারা যান। প্রতিভাবান এই তরুণ গায়কের কন্ঠে রবীন্দ্রনাথের ‘মাঝে মাঝে তব দেখা পাই’ এবং ‘পাগলা হাওয়ার বাদল দিনে’ গানদুটি বেশ জনপ্রিয় হয়েছিল। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, ভ্রমণে আসা পর্যটকরা জোয়ার-ভাটার হিসাব না করেই সমুদ্রস্নানে নেমে পড়েন। অনেকে সমুদ্রের গভীরে চলে যান। ফলে দুর্ঘটনা ঘটে। সম্প্রতি সৈকতে ভেসে এসেছে তিনজনের মরদেহ। তাঁদের মধ্যে দুজন ভ্রমণে আসা পর্যটক বলে ধারণা করা হচ্ছে। কক্সবাজারসহ অন্যান্য সমুদ্রসৈকতকে দেশি-বিদেশিদের জন্য পর্যটকবান্ধব করে গড়ে তোলার দাবি দীর্ঘদিনের। এজন্য নিরাপত্তাকে কেন্দ্রে রাখা জরুরি। কিন্তু নীতিনির্ধারকেরা এ ক্ষেত্রে উদাসীনতার নীতি দেখাচ্ছেন। বিভিন্ন জরিপ থেকে জানা যায়, গত ১০ বছরে কক্সবাজার, সেন্ট মার্টিন, ইনানী সৈকতে পানিতে নেমে মারা গেছেন অন্তত ২০০ পর্যটক। গত দুই মাসে শুধু কক্সবাজার সৈকতেই স্রােতের টানে
ভেসে যাওয়ার সময় উদ্ধার করা হয়েছে অন্তত ৫৫ জনকে। সৈকতে নিরাপত্তাবেষ্টনী নির্মাণ, আধুনিক উদ্ধার যান ক্রয়, অভিজ্ঞ ডুবুরি, পর্যাপ্ত লোকবল নিয়োগসহ নানান পরিকল্পনা বাস্তবায়নের কথা বারবার আলোচনায় আসে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও নানা সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হয়। গত শুক্রবার থেকে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বিশেষ জনসচেতনতামূলক কর্মসূচি। ফায়ার সার্ভিসের সদস্য, ডুবুরি, লাইফগার্ডের কর্মী, ট্যুরিস্ট পুলিশ মানুষকে সচেতন করছে। সমুদ্রে নামতে ১০টি নির্দেশনা মেনে চলার কথা বলা হচ্ছে। প্রশাসনের এ উদ্যোগ যথেষ্ট না হলেও ইতিবাচক। পর্যটকদের সচেতন করার কর্মসূচি সেখানে সারা বছরই জারি রাখতে হবে। ফলে যেসব পর্যটক নতুন, এবং যারা সমুদ্রের রুদ্ররূপ সম্পর্কে অজ্ঞ তারা সচেতন হতে পারবেন। দেখা যায়, সৈকতে দুর্ঘটনার শিকার হওয়াদের মধ্যে অধিকাংশই কিশোর বয়সী ও শিক্ষার্থী। এদের রক্তে উন্মাদনা যেহেতু বেশি, প্রাণে ভয়কে জয় করার সাহস বেশি, ফলে বিধিনিষেধ না মানার একটা প্রবণতা এদের মধ্যে থাকে। এদের মনস্তত্ত্ব বুঝে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি নিতে হবে। এ ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করা যেতে পারে। সৈকতের ঝুঁকিপূর্ণ জায়গায় শুধু লাল কাপড় ওড়ানোই যথেষ্ট নয়। বেষ্টনী নির্মাণসহ সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী রাখাও জরুরি। কেননা, জীবন অমূল্য। অসতর্কতার কারণে একটি জীবনকেও বিনষ্ট হতে দেয়া যাবে না। জীবনের নিরাপত্তা সবার আগে।