ইন্দুরকানীতে ইউপি সদস্যের বিরুদ্ধে ভিজিএফ কার্ডে জালিয়াতি অভিযোগ। ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য এবিএম সেলিম হিরুর বিরুদ্ধে। ভুক্তভোগী রাবেয়া বেগমের স্বামী মোঃ সেরাজুল জানান, হিরু মেম্বার আমার কাছ থেকে প্রায় ৮/৯মাস পূর্বে আমার স্ত্রীর আইডি কার্ড দিয়ে ভিজিএফ (শিশু) কার্ডের অনলাইন করতে বলে। আমি অনলাইন করে তার কাছে স্ত্রীর জাতীয় পরিচয়ের পত্রের ফটোকপি ও ছবি এবং অনলাইন কপি দিয়ে আসি। পরে কার্ডের ব্যাপারে আমাকে কিছু জানাইনি। আমি লোকমুখে জানতে পারি আমার স্ত্রীর নামে কার্ড হয়েছে ও দীর্ঘ নয় মাস ওই কার্ডে চাল উত্তোলন করা হয়। পরে আমি ইউনিয়ন পরিষদে খোঁজ নিয়ে দেখি যে আমার স্ত্রীর রাবেয়া আক্তার এর আইডি কার্ড ব্যবহার করে অন্য এক মহিলার ছবি দিয়ে চাল উত্তোলন কর হয়। এ ব্যাপারে আমি ইন্দুরকানী পরিষদের দায়িত্বের থাকা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এর কাছে গেলে তিনি আমাকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আসস্থ্য করেন।
এব্যাপারে জানতে ইউপি সদস্য এবিএম সেলিম হিরু কে একাধিকবার মুটোফোনে ফোন দিলে তাকে পাওয়া যায়নি।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও সদর ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব থাকা মোঃ মশিদুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। ইউনিয়ন পরিষদে সকল সদস্যকে নিয়ে মিটিং ডাকা হয়েছে। অভিযোগের ব্যাপারে যাচাই বাছাই চলছে।