এলাকার উন্নয়ন করতে হলে সকলকে এক সঙ্গে কাজ করতে হবে। দেশ স্বাধীন হয়েছে বলেই আজ আমরা এগিয়ে যাচ্ছি। ক্ষমতার পালা বদল হলেও উন্নয়নের জন্য যারাই ক্ষমতায় আসবেন তারাই ব্রীজ, কালভার্ড, স্কুল ভবন সহ উন্নয়নমূলক কর্মকা- চলমান রাখবেন। খুব শীঘ্রই নির্বাচন আসতেছে। আমাদের সজাগ থাকতে হবে। দিনের ভোট রাতে না হয়। প্রয়োজনে রাত ৯টার পরে ভোট কেন্দ্র পাহারার জন্য আমরা অবস্থান করব। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পত্তাশী জনকল্যান স্কুল এ- কলেজ মাঠে আয়োজিত মত বিনিময় সভায় এ কথা বলেন জাতীয় পার্টি (জেপি)’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, এমপি। তিনি আরো বলেন, আমি সাঈদীর ছেলে মাসুদ সাঈদী উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় তার সাথে কাজ করেছি। হিংসা অংহকার ভুলে এক সাথে কাজ করতে হবে। আমাকে অনেকেই বলেছিলো মাসুদ সাঈদী আপনার সাথে বসে কেন। আমি বলছি কাজ করতে হলে সবাই মিলে কাজ করতে হবে । স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সেরাজিচ সালেহীন শুভ তালুকদার এর সভাপতিত্বে বক্তাব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. এম. মতিউর রহমান, জাতীয় পার্টি (জেপি)’র সদস্য সচিব মোঃ শাহীন হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেছা খানম, ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবির, পত্তাশী ইউপি চেয়ারম্যান হাওলাদার মোঃ মোয়াজ্জেম হোসেন প্রমুখ। মত বিনিময় সভার আগে রেখাখালী সূতারখালী ঘুণিঝড় আশ্রয়ান কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন ও রামচন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের বহুতল ভবনের কাজসহ কয়েকটি চলমান উন্নয়ন কাজ পরিদর্শণ করেন।