ঝিনাইদহ কালীগঞ্জে গবাদি পশু পালন, রোগ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে দক্ষতা উন্নয়ন কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও স্বেচ্ছাসেবী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড যৌথ ভাবে এই প্রশিক্ষনের আয়োজন করে। বুধবার কালীঞ্জ হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড সিওএফ অফিসে দিন ব্যাপী এই প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন কালীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এ এসএম আতিকুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম কর্মকর্তা শাহজাহান আলী, মিজানুর রহমান, একাউন্স কর্মকর্তা সুফিয়া খাতুন, কমিউনিটি অর্গানাইজার শরাফত হোসেন তুষার প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিনন গ্রাম থেকে ৩০জন কৃষক অংশগ্রহণ করেন।