রংপুরের কাউনিয়া উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২সেপ্টেম্বরে) উপজেলা পরিষদ সভাকক্ষে ইউরোপিয়ান ইউনিয়ন এবং অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট কো- অপারেশন'র সহযোগিতায় কেয়ার ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় জানো প্রকল্পের সহায়তায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পঃপ ঃ কর্মকর্তা ডাঃ মীর হোসেন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহীদুল ইসলাম। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, জানো প্রকল্পর উপজেলা ম্যানেজার শাহানা ইয়াছমিন, ফিল্ড কর্মকর্তা আতিকুর রহমান, রেকসানা খাতুন, হরিদাস বমন প্রমুখ।