রংপুরের কাউনিয়ায় কিস্তির চাপ সহ্য করতে না পেরে সুমন মিয়া (২৮) নামে এক ফার্নিচার ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ বাজারে এ ঘটনা ঘটে।নিহত ওই ব্যবসায়ী উপজেলার মহেশা গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।কুর্শা ইউপি সদস্য বাবুল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একাধিক ঋণ থাকায় তার মাঝে হতাশা সৃষ্টি হলে এ ঘটনা ঘটিয়েছে।পরিবার ও স্থানীয়রা জানান,ফার্নিচার ব্যবসার জন্য সুমন মিয়া একাধিক এনজিও থেকে কয়েক লাখ টাকা ঋণ নেন। এজন্য প্রতি মাসে তাকে ৫০-৬০ হাজার টাকার মতো কিস্তি দিতে হয়। এ কারণে তার মধ্যে হতাশার সৃষ্টি হয়। মঙ্গলবার রাত ৮টার দিকে সুমন মীরবাগ বাজারে তার নিজের দোকানের পেছনের গোডাউনে গলায় ফাঁস দেয়। পরে দোকানের কর্মচারীরা গোডাউনে হাতিয়ারপাতি রাখতে গিয়ে টের পেয়ে তাকে উদ্ধার করে, স্থানীয়দের সহায়তায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি। কাউনিয়া থানা কর্মকর্তা ইনচার্জ মাসুমুর রহমান বলেন অভিযোগ না থাকায় ইউডি মামলা হয়েছে।