রংপুরের তারাগঞ্জে আগুনে পুড়ে ৭টি পরিবারের ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের খলেয়া নন্দরাম কবলাপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বসতিঘর, আসবাবপত্র, কাপড়-চোপর, সন্তানদের বইখাতা, জমির দলিল, জাতীয়পরিচয়পত্রসহ সব কিছু আগুনে পুড়ে গেছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই গ্রামের নজির উদ্দিনের ঘরে লাগানো কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ আগুন দ্রুত ছড়িয়ে পড়লে নজির উদ্দিনসহ আশেপাশের নাজমুল ইসলাম, আজিজুল ইসলাম, আনারুল ইসলাম ও সাইবুল ইসলামের বাড়িঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় প্রায় ২৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে বলে স্থানীয়রা জানান।
মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, আগুনে পুড়ে ছাই হয়েছে পরিবারগুলো। পুড়া টিন কাঠ মাটিতে পড়ে আছে। অনেকে সেগুলো সরিয়ে অন্যত্র নিচ্ছেন।
নজির ইসলাম আক্ষেপ করে বলেন, ‘আমার সহায় সম্বল সব শেষ হয়ে গেছে। আমার আর কিছুই থাকলো না। টাকাপয়সা, থাকার ঘর, খাবার, কাপড় সব পুড়ে গেছে। আত্মীয়স্বজন সকালে খাবার নিয়ে আসছেন তাই খেয়ে আছি।’
খবর পেয়ে তৎক্ষনাত ঘটনাস্থল ছুটে যান হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ বাবুল। ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে নিজের পকেট থেকে নগত ১৪ হাজার টাকা সহায়তা প্রদান করেন।তিনি বলেন, গ্রামটির পাঁচটি পরিবার সম্পূর্ণ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দুটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবারগুলোর র্দুদশা দেখে নিজের পটেক থেকে ১৪ হাজার টাকা দিয়েছি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করা হয়েছে। বুধবার তাদের প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল করে টিন ও নগদ ৬হাজার টাকা, কম্বল ও খাদ্য সামগ্রী দেওয়া হবে।