প্রায় ৫ বছর ধরে নিখোঁজ রয়েছেন শেরপুরের নালিতাবাড়ীর চার সন্তানের জননী শাহিদা বেগম (৪১)। অনেকটা মানসিক ভারসাম্যহীন এ নারীর সন্ধান চেয়েছেন তার পরিবারের লোকজন।
জানা গেছে, নালিতাবাড়ী পৌর শহরের বাজার ছিটপাড়া মহল্লার বাসিন্দা মুক্তার হোসেনের স্ত্রী শাহিদা বেগম। তার বাবা মৃত হুরমুজ আলী, মা খোদেজা বেগম। তার গায়ের রং ফর্সা, উচ্চতা মাঝারি ধরণের। সুস্থ্য -স্বাভাবিক জীবন নিয়ে সংসার শুরু করলেও চতূর্থ সন্তান জন্মের পর মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেন শাহিদা। এরপর থেকে তিনি কাউকে না বলে বাড়ি থেকে বেড়িয়ে যেতেন। এখানে-সেখানে ঘুরে আবারও বাড়ি ফিরতেন। নিত্য এমন ঘটনায় বাড়ির সবারই বিষয়টি অভ্যাসে পরিণত হয়। এমতাবস্থায় গত প্রায় ৫ বছর আগে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হন শাহিদা। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি।
প্রথমদিকে অনেক খোঁজাখুঁজি করলেও একপর্যায়ে পরিবারের লোকজন হাল ছেড়ে বসেন। কিন্তু ছাড়েননি শাহিদাকে ফিরে পাওয়া আশা। এমতাবস্থায় যে কেউ এই নারীকে দেখতে পেলে তার পরিবারের কাছে খবর পৌছে দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তাছাড়া যদি কেউ সন্ধান পেয়ে থাকেন তাহলে এই মোবাইল নম্বরে ০১৭১২৪৭৮৮৬২ বিষয়টি জানাতে পারেন।