হাটহাজারীর দুই ইউ পি চেয়ারম্যানের মধ্যে মঙ্গলবার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে। উপজেলা পরিষদ ভবনে এই ঘটনা ঘটেছে বলে প্রাপ্ত সংবাদে প্রকাশ। অবশ্য পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম এর মধ্যস্হতায় ঘটনার শান্তি পূর্ণ মিমাংসা হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে সকালে নৈতিকতা কমিটির সভা ছিল। এই সভায় সরকারের একজন সাবেক সচিব ও জাতীয় শুদ্ধাচার কৌশল সহায়তা প্রকল্প এর প্রকল্প পরিচালক প্রধান অতিথি ছিলেন। সভা শেষে কমিটির সদস্যরা বের হয়ে যাওয়ার পথে উপজেলার ৪নং গুমানমর্দ্দন ইউ পি চেয়ারম্যান মুজিবুর রহমান ও ৬ নং ছিপাতলী ইউ পি চেয়ারম্যান নূরুল আহসান লাভুর মধ্যে উপস্থিত লোকজন কিছু বুঝে উঠার পূর্বে হঠাৎ এক অনাকাক্সিক্ষত, অপ্রত্যাশিত ও অপ্রীতিকর ঘটনা ঘটে। এই সময় হঠাৎ এ ঘটনার বিষয়টি উপস্থিত সভার কাছে ছিল অপ্রত্যশিত ছিল। তবে সকলে তাৎক্ষনিক ঘটনা আর বেশি এগুতে না দিয়ে দুই জনকে নিবৃত্ত করার চেষ্টা করেন।
ঘটনার ব্যাপারে গনমাধ্যম কর্মীদের পক্ষ থেকে দুই ইউ পি চেয়ারম্যানের কাছে মুঠো ফোনে জানতে চাইলে ছিপাতলী ইউ পি চেয়ারম্যান ঘটনার অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে সত্যতা স্বীকার করেন। তবে গুমানমর্দ্দন ইউপি চেয়ারম্যান ঘটনার বিষয় অস্বীকার করে বলেন, এইরকম কোন ঘটনা হয়নি। এমনিতে প্রকল্প নিয়ে কথা কাটাকাটি হয়েছে। ঈদগাহ স্কুল নিয়ে কথা হয়েছে। এর বাইরে আর কিছু হয়নি।
এবিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বলেন, ‘দুই ইউপি চেয়ারম্যানের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছিল। গুমানমর্দন ইউপি চেয়ারম্যান নিজের ভুল বুঝতে পেরে ঘটনাটি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। উপজেলা চেয়ারম্যান নিজে তার কার্যালয়ে দুই চেয়ারম্যানকে ডেকে বিষয়টি সমাধান করে দিয়েছেন।
চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাশেদুল আলম বলেন,আমি ঘটনাটি শুনে দুজনকে আমার অফিসে এনে সমাধান করে দিয়েছি। আশা করি তাদের মধ্যে ভবিষ্যৎ আর কোন ধরনের ভুল বুঝাবুঝি হবে না।