মহামারীতে সবকিছু থমকে গেলেও মাদকের ব্যবসা থমকে যায়নি, বরং এই ব্যবসা আরও গতিশীলতা পেয়েছে। নানা কিসিমের মাদক দ্রব্যের মধ্যে মাদকসেবীদের কাছে অন্যতম একটি জনপ্রিয় মাদক হলো ইয়াবা, মাদকসেবীরা যেটিকে সংক্ষেপে ‘বাবা’ বলে ডাকে।
ইয়াবা একটি থাই শব্দ। এর অর্থ হলো ক্রেইজি মেডিসিন বা পাগলা ওষুধ। এই নেশাবটিকা যে সেবনকারীর বিবেক-বুদ্ধিকে বিনষ্ট করে তাকে পাগলপ্রায় করে দেয় তা এটির নাম থেকেই সুস্পষ্ট হয়ে উঠছে। দেশের তরুণ মেধাবীরা যেখানে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে। শিক্ষাজীবন শেষ করে স্বপ্নের দেশ গঠনে ভূমিকা রাখবে সেখানে তারা প্রবেশ করছে স্বপ্নহীন এক অন্ধকারে জগতে। জাতির মেরুদ- বলে বিবেচিত এই তরুণরা ধুঁকে ধুঁকে শেষ করে দিচ্ছে তাদের মূল্যবান জীবন। মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রী, ভাইয়ের হাতে ভাই, ছাত্রের হাতে শিক্ষক খুন হচ্ছেন। মাদকের কারণে তছনছ হচ্ছে পরিবার, প্রতিদিনই ভাঙছে কোনো না কোনো সংসার। বাড়ছে পারিবারিক দ্বন্দ্ব-বিভেদ, অস্থিরতা। এমনকি মাদকের টাকা সংগ্রহে ব্যর্থ হয়ে আদরের সন্তানকে বিক্রি করে দেওয়ার মতো মর্মস্পর্শী ঘটনাও ঘটেছে। সবকিছু ছাপিয়ে সর্বনাশা মাদক ধ্বংস করছে প্রজন্ম থেকে প্রজন্ম।
ইয়াবা নেশাবটিকা মূলত মিয়ানমার থেকে টেকনাফ সীমান্ত হয়ে বাংলাদেশে ঢোকে। এই বটিকা চোরাচালান করার মাধ্যমে গত কয়েক বছরে টেকনাফের অনেক মানুষের আঙুল ফুলে কলাগাছে পরিণত হয়েছে। হতদরিদ্র মানুষ হয়ে গেছে বিশাল সম্পত্তির মালিক। ইয়াবা যেন টেকনাফের অনেক মানুষের কাছে রাতারাতি ধনী হওয়ার একটা সিঁড়ি। এসব মানুষ তাই ভালমন্দের তোয়াক্কা না করে এই অবৈধ ও অনৈতিক ব্যবসার সাথে জড়িয়ে পড়ছে। লোভে পড়ে নিজের বিবেককে বিসর্জন করতে পিছপা হচ্ছে না। অনেককে পুলিশের গুলিতে নিজের জীবনটাকেও বিসর্জন দিতে হচ্ছে।
সুন্দর ও স্বচ্ছল জীবন যাপনের তামান্না থাকাটা দোষের কিছু নয়, বরং এটি প্রত্যেক মানুষের অধিকার। এর জন্য মানুষকে পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়। কিন্তু মানুষ যখন লোভের কাছে নত হয়, তখন তার নৈতিক মৃত্যু ঘটে। তার এই নৈতিক অধঃপতন যেমন তার নিজের বিপর্যয় ডেকে আনে, ঠিক একইভাবে তা অন্যেরও অকল্যাণের কারণ হয়ে দাঁড়ায়।
সম্প্রতি টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন পিয়নকে ২০ হাজার পিস ইয়াবা বটিকাসহ আটক করেছে পুলিশ। দীর্ঘ ২২ বছর ধরে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে কর্মরত আছেন এই চতুর্থ শ্রেণির কর্মচারি। নিশ্চয় অনাহারে, বা খুব অস্বচ্ছল জীবন যাপন তিনি করছিলেন না। তাহলে কি তাকে হঠাৎ ইয়াবা বটিকা চালানের মতো অবৈধ একটি ব্যবসায়ের দিকে টেনে নিয়ে গেলো। নিশ্চয় ওই লোভ। পুলিশের হাতে ধরা পড়ার পর এই কর্মচারী বলেছেন যে তার চোখের সামনেই অনেক রিকশাচালক, গাড়িচালক, ডাববিক্রেতা, চানাচুরবিক্রেতা, দিনমজুর কোটিপতি হয়ে গেছে ইয়াবা চোরাচালানের মাধ্যমে। তাদের এই হঠাৎ বড়লোক বনে যাওয়া তাকেও প্রলুব্ধ করেছে। এজন্য তিনিও নীতি-নৈতিকতাকে কুরবানি দিয়ে ইয়াবার ম্যাজিক স্পর্শে বড়লোক হতে চেয়েছেন রাতারাতি। জেল-জরিমানার ভয়, জীবন হারানোর ভয়কেও পাত্তা দেননি।
ধৃত এই পিয়নের ভাষ্য যে গভীর উদ্বেগজনক তাতে কোন সন্দেহ নেই। টেকনাফের দরিদ্র মানুষগুলো তো শুধু তারই চোখের সামনে রাতারাতি ধনী বনে যায়নি, তার মতো আরও অনেকের চোখেই তারা পড়েছে। এই পিয়নের মতো আরও অনেকেই যে লোভে পড়ে এই ইয়াবা চোরাচালানের ব্যবসায় যুক্ত হয়নি, বা ভবিষ্যতে যে আরও অনেকে হবে না তার নিশ্চয়তা কি? পুলিশ প্রশাসনের কাছে এই মাদক অভায়ারণ্যের মানুষদের হঠাৎ ধনী বনে যাওয়ার ব্যাপারটা নিশ্চয় অজানা নয়। তাহলে তারাই বা এতোদিন কি করেছে? এই ধরণের অপরাধ, এবং অপরাধীদের দমনের জন্য তাদের সুনির্দিষ্ট অভিযোগের জন্যই বা অপেক্ষা করতে হবে কেন?