বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নামে মিথ্যা মানহানিকর মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে রংপুরে মানববন্ধন সমাবেশ হয়েছে। গতকার মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরীর গ্রান্ডহোটেল মোড়স্থ বিএনপি’র দলীয় কার্যালয়ের মুল ফটকের সামনে রংপুর জেলা, মহানগর বিএনপি আয়োজনে মানববন্ধন সমাবেশ হয়। এতে অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা এতে অংশ নেন।
মহানগর বিএনপি’র সাধারন সম্পাদক শহিদুল ইসলাম মিজু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি কাওছার জামান বাবলা, মহানগর যুবদল সভাপতি এ্যাড.মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দল সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বিপু, কৃষকদল মহানগর কমিটির আহ্বায়ক শাহ নেওয়াজ রহমান লাবু, মৎস দলের আহ্বায়ক সুজন প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, মহানগর ছাত্রদল সভাপতি নুর হাসান সুমনসহ অন্যান্ন নেতৃবৃন্দ।
এসময় বক্তরা বলেন, মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে বিএনপি’র সিনিয়র নেতাদের হয়রানি করা হচ্ছে। সরকার বিএনপিকে ভয় পায়। তাই নেতাদের মামলা দিয়ে জেলে দেয়ার চেষ্টা করছে। মামলা দিয়ে দমন করা যাবে না আমাদেরকে।