রংপুর বিভাগে ‘ফিস্টুলা রোগী চিহ্নিতকরণ ও বাধা’ শীর্ষক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভাগে প্রসবজনিত ফিস্টুলা রোগী শনাক্তকরণে বিভিন্ন কৌশল, বাধা ও চিকিৎসাসেবা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সাড়ে এগারোটায় অনলাইন প্লাটফর্ম জুমে ভার্চুয়াল এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান আলোচক ছিলেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম। এ ছাড়া বক্তব্য রাখেন বিভাগীয় সহকারী পরিচালক (স্বাস্থ্য) ডা. আবু মো. জাকিরুল ইসলাম, ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী, রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার, লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়, গাইবান্ধার সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, নীলফামারীর সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর কবির, কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, দিনাজপুরের সিভিল সার্জন ডা. আবদুল কুদ্দুস, ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান, পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. ফজলুর রহমান, রংপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা, কুড়িগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহান উল ইসলাম ও দিনাজপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. আসিফ আহমেদ হাওলাদার।
সভায় বক্তারা বলেন, প্রসব ও অপারেশনজনিত কারণ ছাড়াও বিভিন্ন কারণে নারীরা ফিস্টুলা রোগে আক্রান্ত হলেও সঠিক সময়ে চিকিৎসা সেবা না নেয়ার অন্যতম কারণ অসচেতনতা। বেশির ভাগ নারী এই রোগে আক্রান্ত হলেও তারা ফিস্টুলা সম্পর্কে অজানা। স্বাস্থ্য বিভাগ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন ভাবে এ রোগের ব্যাপারে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করছে। বিশেষ করে মাঠ পর্যায়ে থাকা স্বাস্থ্যকর্মীরা ছাড়াও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ও দাতা সংস্থার কর্মীরা ফিস্টুলা রোগী শনাক্তে কাজ করে যাচ্ছে। তবে বিভিন্ন বাধার সম্মুখীন হওয়াতে শুরুতে এ ধরণের রোগী চিহ্নিতকরণ কষ্টকর। রংপুর অঞ্চলে ল্যাম্ব হাসপাতালে বিনামূল্যে এ রোগের চিকিৎসা দেয়ার বিষয়টিও উঠে আসে আলোচনায়।
সভায় আরও সংযুক্ত ছিলেন আট জেলার স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণ। স্বাস্থ্য অধিদপ্তর ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল বাংলাদেশের প্রতিনিধিসহ ল্যাম্ব হাসপাতালের এফআরআরইআই প্রকল্পের কর্মকর্তা ও প্রতিনিধিগণ।