গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও জতীয় শুদ্ধাচার কৌশল সহায়তা প্রকল্প - ২ এর প্রকল্প পরিচালক মোহাম্মদ শফিউল আলম বলেছেন দেশে সু-শাসন নিশ্চিত করতে শুদ্ধাচার ও নৈতিকতার বিকল্প নেই। দেশে এই প্রকল্প বাস্তবায়িত হলে সাধারণত মানুষ ভোগান্তির কবল থেকে রক্ষা পাবে। শুদ্ধাচার পরিবার থেকে শুরু করতে হবে। পরে সমাজ ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে শুরু করতে হবে। রাষ্ট্রের মালিক জনগন। আর জনগনের সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। শুদ্ধাচার ও নৈতিকতার বিষয়টি নিয়ে প্রশাসন একক ভাবে কাজ করলে হবে না। জন প্রতিনিধি,সুশীল সমাজ, মিডিয়া কর্মী, শিক্ষক প্রতিনিধি নিয়ে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। নিজের আচরণ এমন হতে হবে যা অন্যকেউ দেখে নিজে এ বিষয়টি চর্চা করতে পারে। প্রজাতন্ত্রের কর্মচারীদের ও দেশের জনসাধারণের সেবা নিশ্চিত করার জন্য আন্তরিক ভাবে কাজ করতে হবে। দেশের কোন লোক প্রজাতন্ত্রের কর্মচারীদের কাছে সেবা প্রত্যাশার জন্য আসলে সে যাথে বিফল হয়ে ফিরে না যায় সে বিষয়টি খেয়াল রাখতে হবে। তিনি মঙ্গলবার হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত নৈতিকতা কমিটির সভায় প্রধান অতিথি বক্তব্যে উল্লিখিত অভিমত ব্যক্ত করেন।
বর্তমান সরকারের প্রধান মন্ত্রীর প্রত্যক্ষ তত্বাবধানে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ,জাইকার কারিগরি সহায়তায় জাতীয় শুদ্ধাচার কৌশল সহায়তা প্রকল্পটি গ্রহন করেন।
এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম। সভায় কমিটির বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন কমিটির উপদেষ্টা, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, সদস্য সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় যথাক্রমে নূরুল আলম বাশেক, মোক্তার বেগম মুক্তা, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আলী, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, উপজেলা কৃষি কর্মকতা আল মামুন সিকদার, থানার ওসি রফিকুল ইসলাম, গড়দুয়ারা ও ছিপাতলী ইউ পি চেয়ারম্যান যথাক্রমে সরোয়ার মোরশেদ তালুকদার ও নূরুল আহসান লাভু। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা ও যুব উন্নয়ন কর্মকর্তা যথাক্রমে সাঈদা আলম, শাকিলা খাতুন,অধ্যক্ষ ফরিদ আহম্মদ, প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন, গুমানমর্দ্দন ইউ পি চেয়ারম্যান মুজিবুর রহমান ও এন জি ও প্রতিনিধি নাসির উদ্দীন প্রমূখ।