নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জসীম উদ্দিন ফিরোজ সমিতির পাল্টা কমিটিকে অবৈধ আখ্যায়িত করেছেন। তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই কমিটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন। মঙ্গলবার বিকালে বিভিন্ন গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি কমিটিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।
জসীম উদ্দিন ফিরোজ ওই বিবৃতিতে বলেন, নোয়াখালী সমিতির নির্বাচিত কমিটি এখনো আছে। সেই কমিটির নেতৃবৃন্দরা দায়িত্ব পালন করছেন। এরইমধ্যে ব্যবসায়ী ইব্রাহীম সাহেবের নেতৃত্বে একটি কমিটি করে তা দৈনিক পত্রিকায়ও প্রকাশ করা হয়েছে। এটা দুঃখজনক ও বেদনাদায়ক ঘটনা। এই সমিতির সদস্যরা অবৈধ কোনো কমিটি মেনে নিবেন না। ঘোষিত কমিটিতে যারা পদ-পদবী পেতে এমন ধরনের লজ্জাজনক ঘটনা করেছেন; তা সবাইকে তথা নোয়াখালীর সচেতন মহলের মনে দারুনভাবে আঘাত করেছে।
অনতিবিলম্ভে ঘোষিত কমিটি বাতিল বলে প্রচার করতে হবে। অন্যথায় অবৈধ কমিটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জসীম উদ্দিন ফিরোজ কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বিবৃতিতে তিনি আরো বলেন, সমাজসেবা করতে চাইলে অনেক সুযোগ আছে। তাই বলে চর দখলের মতো লুকোচুরি করে সমিতির পকেট কমিটি করতে হবে কেন? নোংরা খেলা আর খেলবেন না। এগুলো মানুষ পছন্দ করেন না।
নির্বাচনের মাধ্যমে পদে আসুন। নির্বাচন হলে দেখা যেতো কাদের জনপ্রিয়তা আছে। যারা এই নোংরা কাজ করেছেন; তাদের সমাজে কিংবা সদস্যদের কাছে গ্রহনযোগ্যতা মোটেও নেই। থাকলে তারা ভোটের মাধ্যমে কমিটিতে আসার চেষ্টা করতেন। ওদিকে নোয়াখালী সমিতির সাধারণ সদস্যরা ইব্রাহীম মিয়ার নেতৃত্বে কমিটি ঘোষণার পর থেকেই ক্ষোভের আগুন জ¦লছে সদস্যদের মধ্যে। প্রসঙ্গত, চট্টগ্রামের হালিশহরের ওয়াপদা মোড়ে নোয়াখালী সমিতির নিজস্ব অফিস রয়েছে।
এই সমিতির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন ফিরোজসহ কমিটিতে থাকা সবাই কমিটির নানা ধরনের কার্যক্রম বহুদিন যাবত সফলভাবে চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি হালিশহরের কে-ব্লকের ব্যবসায়ী ইব্রাহীম মিয়াকে সভাপতি করে প্রতিপক্ষরা নোয়াখালী সমিতির নিজেরাই একটি কমিটি করেন। কমিটির বিষয়ে সদস্যরা কিছু জানেন না। যা নিয়ে সদস্যদের মাঝে তুমুল সমালোচনা চলছে।