ময়মনসিংহের গফরগাঁওয়ে গত চারদিনের ব্যবধানে দুই কৃষকের ৭ টি গরু চুরি গেছে। গত সোমবার ও শুক্রবার গভীর রাতে উপজেলার রাওনা ইউনিয়নের ধোপাঘাট গ্রামের কৃষক ফখরুল ইসলাম ও রুবেল মিয়া বাড়ির গোয়াল ঘর থেকে ওই গরু ৭টি চুরি যায়। রাওনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাহাবুল আলম এ গরুগুলো চুরির বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, উপজেলার ধোপাঘাট গ্রামের কৃষক ফখরুল ইসলামের বাড়িতে সোমবার গভীর রাতে গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে দুইটি গাভী ও একটি বকনা বাছুর চুরি করে নিয়ে যায়। অপরদিকে শুক্রবার গভীর রাতে একই গ্রামের রুবেল মিয়ার গোয়াল ঘর থেকে দুইটি গাভী ও দুইটি বকনা বাছুর চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরেরা। পরে অনেক খোঁজাখুঁজির পরও চুরি যাওয়া গরুগুলোর এখনো খোঁজ মেলেনি। গরু ৭ টির আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা বলে কৃষকরা জানান। কৃষকরা আরো বলেন, সাম্প্রতিক সময়ে এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে।
গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার বলেন, গরু চুরির ঘটনা সম্পর্কে আমরা অবগত না। তবে পুলিশ গরু চুরির ঘটনা প্রতিরোধে তৎপর রয়েছে।