ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রায় ১০ বছর আত্মগোপনে থাকা দুই আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পাগলা থানা পুলিশ। আত্মগোপনে থাকা আসামিরা একাধিক হত্যা ও ডাকাতি মামলার আসামি ছিলেন।
প্রায় ১০ বছর পলাতক থেকেও নিজেদের শেষ রক্ষা করতে পারেনি। অবশেষে গফরগাঁও উপজেলাধীন পাগলা থানার দক্ষ কর্মকর্তা ইনচার্জ ( ওসি) মোঃ রাশেদুজ্জামানের চেষ্টায় সোমবার (২০ সেপ্টেম্বর) ভোররাতে গাজীপুর এলাকায় পুলিশের অভিযানে আসামিরা গ্রেফতার হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা হলো ২০১১ সালের একাধিক হত্যা মামলার আসামি উপজেলার বেলদিয়া গ্রামের আঃ রহমান ঢালীর ছেলে ফিরোজ ঢালী (৪২) ও ডাকাতি মামলার আসামি ফজলু ঢালী (৪৫) এবং মারামারি মামলার আসামি পাল্টিপাড়া গ্রামের সোহাগ মিয়াকে (৪৩)।
পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান বলেন, এটি থানা পুলিশের একটি সফল অভিযান। দীর্ঘ প্রায় ১০ বছর আত্মগোপনে থাকার পর এদের গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুপুরে ময়মনসিংহ আদালতে পাঁঠানো হয়।